টেনিস গ্রহে প্রথম প্লেয়ার হিসাবে ২১টি গ্র্য়ান্ড স্ল্যাম জিতেছেন রাফায়েল নাদাল খেলবেন ফরাসি ওপেনের ১৪তম ফাইনাল শুক্রবার সেমিফাইনালে আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে ওয়াকওভার পেলেন প্রথম সেট টাইব্রেকারে ৭-৬ জিতে নেন নাদাল দ্বিতীয় সেট তখন ৬-৬ অবস্থায়, গোড়ালিতে চোট পান জেরেভ আর কোর্টে ফিরতে পারেননি জেরেভ রাফা জানিয়েছেন, জেরেভের জন্য তাঁর ভীষণ কষ্ট হচ্ছে ফাইনালে নাদালের প্রতিপক্ষ মারিন চিলিচ-ক্যাসপার রুড ম্যাচের বিজয়ী