Image Source: Priyanka Chopra Instagram, Ranveer Singh Instagram, Katrina Kaif Instagram, Rhea Chakraborty Instagram, Huma Qureshi Instagram, Kiara Advani Instagram

প্রাক্তন 'মিস ওয়ার্ল্ড' তথা বলিউড এবং হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিন ১৮ জুলাই।

ক্যাটরিনা কাইফের জন্মদিন ১৬ জুলাই। ভিকি কৌশল-ঘরণী জন্মেছিলেন হংকংয়ে।

জুলাই মাস মানেই বলি-তারকাদের জন্মদিনের ছড়াছড়ি। প্রিয়াঙ্কা-ক্যাটরিনা ছাড়া আর কে রয়েছেন তালিকায়?

রিয়া চক্রবর্তীর কথা মনে আছে? বঙ্গতনয়ার জন্মমাসও কিন্তু জুলাই। নির্দিষ্ট করে বললে, ১ জুলাই

৬ জুলাই, ১৯৮৫ সাল। এই দিনেই জন্মেছিলেন রণবীর সিংহ।

অভিনয় থেকে নাচ, সব কিছু দিয়ে ভক্তদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে ফেলেছেন তিনি।

কিয়ারা আডবাণীর ভক্তসংখ্যাও নেহাত কম নয়।

৩১ জুলাই অর্থাৎ মাসের একেবারে শেষ দিনে জন্ম এই অভিনেত্রীর।

'হুমা কুরেশি'-র মতো দুরন্ত অভিনেত্রী এই মুহূর্তে বলিউডে হাতেগোনা, মনে করেন অনেকেই। তাঁর জন্মদিন ২৮ জুলাই।

এছাড়াও ভূমি পেডনেকর, কৃতী শ্যানন, সঞ্জয় দত্ত এবং সোনু সুদের বার্থডে-ও এই মাসে।