আচমকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নবনীতা জানিয়েছিলেন, বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও জিতু কমল



কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে এবিপি লাইভের কাছে মুখ খুলেছিলেন নবনীতা



নবনীতা জানিয়েছেন, অনেকদিন থেকেই তিনি ও জিতু বুঝতে পারছিলেন, তাঁদের সম্পর্ক তীক্ততার দিকে যাচ্ছিল।



একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারছিলেন না, আর তাই আলাদা থাকার সিদ্ধান্ত নেন জিতু-নবনীতা



নবনীতা এই বিচ্ছেদে কোনও তিক্ততা চান না, বরং চান, দেখা হলে যেন ভবিষ্যতেও কথা হয় তাঁদের মধ্যে



নবনীতার কথায়, 'সম্পর্কের শুরুটা যখন সুন্দর ছিল, শেষটা সম্মানের সঙ্গেই হোক।'



এদিকে সম্পর্কের ভাঙন নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি জিতু, কেবল সোশ্যাল মিডিয়ায় নবনীতার উদ্দেশে দিয়েছেন আগলে রাখার বার্তা।



নবনীতা জানিয়েছেন, গত তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। এরপরে আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা।



ইতিমধ্যে লন্ডন গেলেও, একসঙ্গে তাঁরা ছিলেন না বলেই জানিয়েছেন জিতু-নবনীতা