ABP Ananda


আচমকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নবনীতা জানিয়েছিলেন, বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও জিতু কমল


ABP Ananda


কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে এবিপি লাইভের কাছে মুখ খুলেছিলেন নবনীতা


ABP Ananda


নবনীতা জানিয়েছেন, অনেকদিন থেকেই তিনি ও জিতু বুঝতে পারছিলেন, তাঁদের সম্পর্ক তীক্ততার দিকে যাচ্ছিল।


ABP Ananda


একে অপরের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে পারছিলেন না, আর তাই আলাদা থাকার সিদ্ধান্ত নেন জিতু-নবনীতা


ABP Ananda


নবনীতা এই বিচ্ছেদে কোনও তিক্ততা চান না, বরং চান, দেখা হলে যেন ভবিষ্যতেও কথা হয় তাঁদের মধ্যে


ABP Ananda


নবনীতার কথায়, 'সম্পর্কের শুরুটা যখন সুন্দর ছিল, শেষটা সম্মানের সঙ্গেই হোক।'


ABP Ananda


এদিকে সম্পর্কের ভাঙন নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি জিতু, কেবল সোশ্যাল মিডিয়ায় নবনীতার উদ্দেশে দিয়েছেন আগলে রাখার বার্তা।


ABP Ananda


নবনীতা জানিয়েছেন, গত তিন মাস ধরে তাঁরা আলাদা থাকছেন। এরপরে আইনিভাবে বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা।


ABP Ananda


ইতিমধ্যে লন্ডন গেলেও, একসঙ্গে তাঁরা ছিলেন না বলেই জানিয়েছেন জিতু-নবনীতা