'শহরের উষ্ণতম দিনে'-এর প্রিমিয়ারে তারকার মেলা। বড়পর্দায় মুক্তি পেল বিক্রম-শোলাঙ্কি জুটির ছবি।

শহর কলকাতা ঘিরে অনেকবার উঠে এসেছে প্রেম, আবেগ, অনুভূতি ও বিচ্ছেদের গল্প।

এবার নতুন প্রজন্মের ফিরে আসা ভালবাসার গল্প বলতে এল 'ইচ্ছেনদী' জুটি - শহরের উষ্ণতম দিনে ছবিতে।

৩০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সকল কলাকুশলী।

পুরনো সম্পর্ক ফেলে কেরিয়ারের টানে ঋতবান ৫ বছরের জন্য লন্ডন চলে যায়। এই চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়।

অন্যদিকে ভালবাসা আর আবেগপ্রবণ এই তিলোত্তমাকে ছাড়তে পারে না অনিন্দিতা। অভিনয়ে শোলাঙ্কি রায়।

অনিন্দিতা তার কেরিয়ার, নতুন সম্পর্ক, জীবন গুছিয়ে নিয়েছে এই শহরকে আঁকড়ে ধরে। কিন্তু ঋতবানের ফিরে আসা ঝড় তোলে তার জীবনে।

পুরনো ভালবাসা ভুলে যাওয়া কি খুব সহজ? নতুন সম্পর্ক ফেলে অতীতে কি ফিরে যাবে অনিন্দিতা?

দীর্ঘ ৮ বছর পর জুটি বেঁধেছেন বিক্রম ও শোলাঙ্কি। ছোটপর্দায় এই জুটি মন কেড়েছিল দর্শকের।

এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুজয়প্রসাদ, অনামিকা চক্রবর্তী প্রমুখ।