দীপাবলির উদযাপন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের বাড়িতে। এদিন পাপারাৎজিদের সামনে বোনের সঙ্গে পোজ দিলেন অভিনেত্রী। মাল্টিকালার্ড লেহঙ্গায় দেখা মিলল ভূমির। রুপোলি লেহঙ্গায় ঝলমলে দেখাচ্ছিল সমীক্ষা পেডনেকরকে। এই সপ্তাহে একাধিক বলিউড তারকা তাঁদের বাড়িতে দীপাবলির পার্টি রেখেছিলেন। ২০১৫ সালে ভূমি পেডনেকর বলিউডে পা রাখেন। ছবির নাম 'দম লগাকে হাইসা'। বিপরীতে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। প্রথম ছবিতেই বাজিমাত! ফিরে তাকাতে হয়নি ভূমিকে। তাঁর শেষ মুক্তি প্রাপ্ত ছবি 'রক্ষাবন্ধন'। বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। মুক্তির অপেক্ষায় 'গোবিন্দা নাম মেরা', 'লেডি কিলার' ইত্যাদি।