কেবল অভিনয় নয়, বলিউডের অন্যতম নৃত্যশিল্পী হিসেবেও নজর কেড়েছেন তিনি । ক্যাটরিনা কইফ। চিকনি চামেলি থেকে শুরু করে শীলা, কমলী, একের পর এক আইটেম নম্বরে জুড়ি মেলা ভার ক্যাটরিনার তবে এই অভিনেত্রী নাকি তাঁর প্রথম জীবনে নাচ করতেই পারতেন না! অভিনেত্রী জানান, প্রথম যখন তিনি বলিউডে ছবি করতে পার রেখেছিলেন, নাচ ছিল তাঁর আয়ত্তের বাইরে। ফারহা খান নাকি ক্যাটরিনাকে সবসময় বলতেন তাঁর নাচের মুদ্রা ও ভঙ্গিমা আরও পরিস্কার করতে। কিন্তু সেই ক্যাটরিনাও কিভাবে হয়ে উঠলেন বলিইডের প্রথম সারির নৃত্যশিল্পী? অভিনেত্রী বলছেন, তাঁর মধ্যে প্রথম নাচ করার বিশ্বাস এনেছিলেন কোরিওগ্রাফার বসকো মার্তিজ তিনিই নাকি প্রথম ক্যাটরিনাকে বলেছিলেন, তিনি একজন যথেষ্ট ভাল নৃত্যশিল্পী। তাঁর মধ্যে প্রতিভা রয়েছে। কেবল নিজের প্রতিভাকে ঘষামাজা করতে হবে ক্যাটরিনাকে। পরিশ্রম করতে হবে। বসকোর কথা ও নিয়মিত পরিশ্রমের ফলেই নিজের ওপর আত্মবিশ্বাস জন্মায় ক্যাটরিনার।