বুধবার সন্ধেয় চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ৩। সফট ল্যান্ডিং করবে ভারতে চন্দ্রযান।

অভিযানের শেষ ২০ মিনিটকে 'twenty minutes of terror' বলা হচ্ছে।

চাঁদের অভিকর্ষজকে মাথায় রেখে নিখুঁত অঙ্ক মেনে গতিতে লাগাম পরিয়ে, যন্ত্রের ক্ষতি না করে চাঁদের মাটি ছোঁয়াই আসলে সফট ল্যান্ডিং

একদিকে সফট ল্যান্ডিং করতে হবে, সেটাও আবার চাঁদের দক্ষিণ মেরুতে।

চাঁদের দক্ষিণ মেরু অনেকটাই কঠিন এলাকা। এই এলাকা পৃথিবী থেকে দেখা চাঁদের ঠিক উল্টো দিক।

বহু খাদ, গিরিখাত, ক্রেটারে ভর্তি এই এলাকা।

পর্যাপ্ত সূর্যের আলো না পৌঁছনোয় আঁধার অঞ্চল হয়ে থাকে, তীব্র ঠান্ডায় অচল হয়ে যায় মহাকাশযান

ফলে ঠিকমতো ল্যান্ডিংয়ের জন্য জায়গা পাওয়া যথেষ্ট কঠিন। এর আগে যতগুলো সফল অভিযান হয়েছে সেগুলি চাঁদের অন্যদিক।

চন্দ্রযান ৩-কে এমন জায়গায় নামতে হবে যেখানে ঠিকমতো ল্যান্ডিং সম্ভব এবং রোভারকেও ঠিকমতো নামানো সম্ভব।

দক্ষিণ মেরুতে হওয়া অভিযান এখনও পর্যন্ত সফল হয়নি। ফলে চন্দ্রযান ৩ সফল হলে মানব ইতিহাসে প্রথম হবে।