আপনিও কি অনুভব করেছেন যে আকাশ আগের মতো উজ্জ্বল নয়? বিজ্ঞানীরা জানিয়েছেন ২০ বছর পর আকাশে তারা দেখা না-ও যেতে পারে বিজ্ঞানীদের মতে, দূষণের জেরেই এমন ঘটনা ঘটতে চলেছে কৃত্রিম আলোর বাড়বাড়ন্তের জেরে আলো দূষণ হচ্ছে বিশ্বে ফলে আকাশের উজ্জ্বলতা বার্ষিক ১০% বৃদ্ধি পাচ্ছে এর ফলে ছায়াপথও আর দেখা যাবে না আকাশে এর ফলে বিশ্বের দিন-রাতের সময়ের ওপরও প্রভাব পড়বে