জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এসেছে এক আলোর ঝলক

জ্যোতির্বিজ্ঞানীদের নজরে এসেছে এক আলোর ঝলক প্রতি ২০ মিনিট অন্তর শক্তিশালী রশ্মি বেরিয়ে আসছে

ABP Ananda
বিজ্ঞানীরা অনুমান করছেন যে

বিজ্ঞানীরা অনুমান করছেন যে

একটি কোনও নতুন ধরনের তারা থেকে নিঃসরণ হতে পারে

ABP Ananda
নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই স্টাডির কথা

নেচার জার্নালে প্রকাশিত হয়েছে এই স্টাডির কথা ঘূর্ণায়মান নিউট্রন থেকে শক্তিশালী রশ্মি নির্গত হয়ে এই আলোর ছটা তৈরি করতে পারে

ABP Ananda
তবে এটি কোনও নতুন ঘটনা নয়

তবে এটি কোনও নতুন ঘটনা নয় এর আগেও এমন আলোর দেখা পেয়েছিলেন বিজ্ঞানীরা

ABP Ananda

২০১৮ সালের সেই ঘটনার যথার্থ উত্তর পাওয়া গিয়েছিল ২০২১-এ

ABP Ananda

পরবর্তীতে দেখা যায়, সেটি একটি নক্ষত্র তিনমাস জ্বলে উঠে আলোর ছটা ছড়িয়ে পড়ে তার আয়ু শেষ হয়ে যায়

ABP Ananda

অনেকে মনে করেছিলেন ভিনগ্রহীদের পাঠানো কোনও সঙ্কেত হতে পারে সেই দাবিকে নস্যাৎ করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা

ABP Ananda