আইফোন ১৩ সিরিজ লঞ্চের সময় থেকেই আইফোন ১৪ নিয়ে হইচই শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সম্ভবত চলতি বছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হবে। বিভিন্ন সূত্রে খবর, ১৩ সেপ্টেম্বর আইফোন ১৪ সিরিজ লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪ সিরিজে মোট চারটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স লঞ্চের কথা শোনা গিয়েছে। আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো মডেলের ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স মডেলে বায়োনিক এ১৬ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে। অন্য দুই মডেলে হয়তো আইফোন ১৩ সিরিজের মতোই থাকবে বায়োনিক এ১৫ চিপসেট। আইফোন ১৪ সিরিজে, আইফোন ১৩ সিরিজের থেকে তুলনায় উন্নত ব্যাটারি থাকবে বলেও মনে করা হচ্ছে।