'সেলফি' তোলা ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপারে সব সময় তৈরি তিনি। বন্ধু সুহানা খানও তাতে কমেন্ট করেন মাঝেমধ্যে। তবে এবার প্রশংসার তোড় একটু বেশিই। অনন্যা পাণ্ডের হালের 'সেলফি'-তে তাঁর কমেন্ট, 'Beaaauty' একই রকম প্রশংসা শোনা থুরি দেখা গেল শনায়া কাপুরের কমেন্টেও। কিন্তু কেন? শনিবার সকালে পর পর চারটি সেলফি পোস্ট করেন চাঙ্কি পাণ্ডের কন্যা। সূর্যের নরম আলোয় দুরন্ত দেখাচ্ছিল তরুণী অভিনেত্রীকে। ভক্তদের পাশাপাশি বন্ধুবান্ধবরাও তাই প্রশংসায় রাশ টানতে পারেননি। কমেন্ট করেছেন অনন্যা পাণ্ডের মা ভাবনাও। তিনটি 'হার্ট' ইমোজি দেওয়া সেখানে। মেয়ের ছবির পাশে আগেও একই রকম কমেন্ট করতে দেখা গিয়েছে মা-কে। 'লাইগার' ছবিতে বিজয় দেবেরাকোন্ডার পাশে দেখা যাবে তাঁকে। এর মধ্যেই ছবিটির 'অকড়ি পকড়ি' গানটি তোলপাড় ফেলেছে দর্শকদের মধ্যে।