Image Source: অল্লু অর্জুনের ইনস্টাগ্রাম

'পুষ্পা, দ্য রাইজ'-র সাফল্যের পর প্রায় গোটা দেশ একডাকে চিনে গিয়েছে অল্লু অর্জুনকে।

'পুষ্পারাজ'-র চেনা swag থেকে নাচের ভঙ্গিমা, সবেতেই মাতোয়ারা ভক্তকূল।

অল্লু অর্জুনের সংলাপ থেকে নাচের ভঙ্গিমা, সবটাই এখন বহুলচর্চিত। ছোট থেকে বড়, সকলের মুখে মুখে ফেরে সবটা।

সেই নায়ক-ই নাকি বললেন, গোটা দেশকে মুগ্ধ করা মোটেও তাঁর লক্ষ্য ছিল না।

অল্লু অর্জুনের কথায়, 'আমাকে বলা হয়েছিল, আপনি কী ভাবে করবেন জানা নেই। তবে সকলে যেন আপনার মতো করে হাঁটে, সেইটার ব্যবস্থা করতে হবে।'

তার পরেই কাঁধটা বিশেষ ভাবে ব্যবহার করে হাঁটার ভঙ্গিমা বের করেন অভিনেতা।

'এভাবে হাঁটলে সাধারণ মানুষ সহজে নকল করতে পারবেন', সহজ ভাবনা অল্লু অর্জুনের।

ভাবনা যে একশো ভাগ ঠিক ছিল, 'পুষ্পা'-র সাফল্যেই স্পষ্ট।

তবে তারকা জানাচ্ছেন, পুরো দেশকে অভিভূত করতে পারবেন এমন ভাবেননি।

কিন্তু স্থানীয় ভাষাভাষী দর্শকের মুগ্ধতাই পরে সারা ভারতে ছড়িয়ে পড়ে, জানালেন অল্লু অর্জুন।