যতদিন যাচ্ছে উষ্ণ হচ্ছে পৃথিবী। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে দুই মেরুতে। উষ্ণায়নের কারণে মানবজাতি সঙ্কটে। তারও আগে সঙ্কটে প্রাণীজগতের একাধিক সদস্য, যেমন পেঙ্গুইন। বিশ্বে বিভিন্ন প্রজাতির পেঙ্গুইন রয়েছে, যার অধিকাংশই মেরু প্রদেশ এবং দক্ষিণ আমেরিকার একটি অংশে রয়েছে। গত কয়েকদশকে তীব্রগতিতে কমেছে পেঙ্গুইনের সংখ্যা। যার জেরে আশঙ্কাপ্রকাশ করছেন পরিবেশবিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত উষ্ণায়নের কারণে বরফ গলছে তার জেরে মেরুতে থাকা পেঙ্গুইনদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশ্ব উষ্ণায়নের কারণে খাদ্যশৃঙ্খলে ধাক্কা লাগায়, খাবারের সঙ্কটও হচ্ছে। জলবায়ু পরিবর্তনে আন্টার্কটিকায় বরফ গলে যাচ্ছে, যার ফলে সমস্য়া পড়ছে সদ্যোজাত পেঙ্গুইনরা। খাবারের সঙ্কট এবং আবহাওয়া বদলের কারণে বংশবৃদ্ধিও ধাক্কা খাচ্ছে। সমুদ্রে অতিরিক্ত মাছ ধরার কারণে, জোগানেও ধাক্কা লাগছে। সমস্যায় পড়ছে সামুদ্রিক প্রাণীরা। পরিবেশ বাঁচাতে এখনই পদক্ষেপ না করলে, পৃথিবীর থেকে চিরতরে মুখে যেতে পারে পেঙ্গুইন। আশঙ্কায় পরিবেশপ্রেমীরা।