ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত কয়েকদিনে ক্রমশ ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। তথ্য বলছে প্রতি ঘণ্টায় দেশে গড়ে অন্তত ১০০ জন করে সংক্রমিত হচ্ছেন। এবার কি কোভিডের চতুর্থ ঢেউ? কোভিডের সংক্রমণের গতি দেখে বাড়ছে আশঙ্কা। এই পরিস্থিতিতে ফের কড়া মাস্কবিধিতে ফিরছে বিভিন্ন রাজ্যের প্রশাসন। দিল্লিতে মাস্ক পরতেই হবে। না পরলে ৫০০ টাকা জরিমানার ঘোষণা দিল্লি প্রশাসনের। কোভিড বাড়তেই উত্তরপ্রদেশের রাজধানী লখনউ-সহ সাতটি শহরে ফের বহাল হয়েছে মাস্কবিধি। নয়াদিল্লি-লাগোয়া একাধিক এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে উত্তরপ্রদেশ সরকার। একই পথে হেঁটেছে হরিয়ানাও। বাইরে বেরোলেই পরতে হবে মাস্ক। NCR-এলাকার চারটি জেলায় বাধ্যতামূলক মাস্ক। সম্প্রতি পাঞ্জাবেও মাস্কবিধি ফিরে এসেছে। পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা পাঞ্জাব সরকারের। বাংলায় অবশ্য মাস্কবিধি ওঠেনি কখনও। কোভিডবিধি শিথিল করলেও মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।