শেষ ওভারে বাজিমাত, ফিনিশার ধোনির ব্য়াটে মুম্বই বধ চেন্নাইয়ের অবসরের পর ফের বোঝালেন, অবসরের পরও তাঁর ব্য়াটে মরচে ধরেনি সিএসকের শেষ ৬ বলে ১৭ রান দরকার ছিল প্রথম বলে প্রিটোরিয়াসকে আউট করেছিলেন উনাদকাট দ্বিতীয় বল ডোয়েন ব্র্যাভো সিঙ্গলস নেন, ধোনি স্ট্রাইকে আসেন তৃতীয় বলেই লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন মাহি পরের বলে শর্ট ফাইন লেগে বাউন্ডারি হাঁকান ধোনি পঞ্চম বলে মিড উইকেটে বল পাঠিয়ে দ্রুত ২ রান নেন এমএসডি শেষ বলে ৪ রান দরকার ছিল চেন্নাইয়ের ওস্তাদের মার শেষ বলে, বাউন্ডারি হাঁকিয়ে কফিনে শেষ পেরেক পুঁতলেন