পর্দা হোক বা বাস্তব, রণবীর-দীপিকা মানেই দুরন্ত রসায়ন। এবার Ramp-এও একসঙ্গে কামাল দেখালেন দুজনে। রণবীর সিং মানেই অফুরন্ত এনার্জি। আর দীপিকা পাড়ুকোন? অলৌকিক সৌন্দর্য। এবার কর্তা-গিন্নি দুজনকেই সাজালেন মণীশ মালহোত্র। মুম্বইয়ের 'জিও ওয়ার্ল্ড কনভেশন সেন্টার'-এ RAMPWALK করলেন দুজন। দুজনকে দেখে তারকা ফ্যাশন ডিজাইনারের কমেন্ট, 'ফেনোমেনাল'। 'রাম-লীলা', 'বাজিরাও মস্তানি'-র মতো একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুজন। অভিনয় জগতে আসার আগে থেকেই দীপিকা প্রতিষ্ঠিত মডেল। এবার স্বামীর সঙ্গে RAMPWALK-এও নজরকাড়া তিনি।