প্রতিবছর বর্ষার সময় বা অতিরিক্ত বৃষ্টিতে বন্যার কবলে পড়ে অসম। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বন্যার দাপটে কার্যত তছনছ উত্তর-পূর্বের এই রাজ্যটি। বন্যা হয়েছে মেঘালয়েও। বৃষ্টির জেরে মে মাস থেকেই তথৈবচ অবস্থা, গত বেশ কিছুদিন ধরে যা ক্রমশ বেড়েছে। রেলপথ থেকে সড়কপথ, প্রবল ক্ষতি প্রায় সবকিছুরই। বহু মানুষ ঘরছাড়া, বাঁধের উপরে বা কোনও উঁচু জায়গায় ত্রাণ শিবিরে কাটছে রাত। ব্রহ্মপুত্র ও বরাক নদীর জলস্তর বেড়ে চলায় আরও বিপদের আশঙ্কা করা হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী অসমের মোট ৩২টি জেলা বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত ৫৫ লক্ষেরও বেশি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ত্রাণ ও উদ্ধারকাজে সাহায্যের জন্য কংগ্রেস কর্মীদের যোগ দেওয়ার ডাক দিয়েছেন রাহুল গান্ধী। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ। বেশ কিছু সংস্থার তরফে ত্রাণ তহবিলে সাহায্য করা হয়েছে।