Image Source: Pexels

আপনি কি সারমেয় প্রেমী? পোষ্যকে নিয়ে বেড়াতে যাওয়া পরিকল্পনায় আছেন?

Image Source: Pexels

তাহলে অতি অবশ্যই ভারতের এই জায়গাগুলো বেছে নিতে পারেন আপনার ডেস্টিনেশন হিসেবে।

Image Source: Pexels

দেখে নিন দেশের কোন কোন জায়গায় নিশ্চিন্তে আপনি পোষ্য সারমেয় নিয়ে বেড়াতে যেতে পারবেন।

Image Source: Pexels

মহারাষ্ট্রের লোনাভেলা- এই জায়গায় যেতে পারেন আপনার পোষ্য সারমেয় নিয়ে।

Image Source: Pexels

লোনাভেলাতে রয়েছে এমন অনেক রিসর্ট যেখানে পোষ্য কুকুরদের দারুণ ভাবে যত্ন নেওয়া হয়।

Image Source: Pexels

পোষ্য কুকুরকে নিয়ে ট্রেক করার অভ্যাস থাকলে ঘুরে আসুন মুন্নার থেকে।

Image Source: Pexels

উদয়পুর, রাজস্থান- এখানে এমন অনেক রিসর্ট রয়েছে যেখানে আপনি এবং আপনার পোষ্য দারুণ পরিষেবা পাবেন।

Image Source: Pexels

পোষ্য কুকুরকে নিয়ে ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের ভীমতাল থেকেও।

Image Source: Pexels

পোষ্যদের নিয়ে বেড়াতে গেলে যেখানে যাচ্ছেন সেখানে তাদের ঠিকভাবে আদর আপ্যায়ন হওয়া প্রয়োজন।

Image Source: Pexels

উল্লিখিত সব জায়গাগুলোতেই আপনার পোষ্য সারমেয়রা আদর-যত্ন পাবে।