কিউইতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রিব়্যাডিকলসের সঙ্গে লড়তে সাহায্য করে।
কিউইর জাদুতে কী কী রোগ সারতে পারে আপনি ভাবতেও পারবেন না।
দার্জিলিং, সিকিম পাহাড়ে কোথাও কোথাও কিউই চাষ হয়।
কিউই ভিটামিন-সি এবং পটাসিয়াম সমৃদ্ধ, হার্টের জন্য খুব উপকারী।
ভিটামিন-সি ও অ্যান্টি অক্সিডেন্ট ইমিউনিটি বাড়ায়। অনেক রোগের সঙ্গেই লড়াইয়ে সাহায্য করে।
কিউইতে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে।
কিউইর পুষ্টিগুণ হাড় ও দাঁতকে শক্ত করে।
ফুসফুসের কার্যকারিতা বাড়াতে কার্যকরী কিউই। হাঁপানি থাকলে অবশ্যই খান।
নানা ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
ফলটি ২য় বিশ্বযুদ্ধের সময় নিউজিল্যান্ডে নিযুক্ত ব্রিটিশ, আমেরিকান সেনাদের কাছে প্রিয় হয়।