ট্যুইটারে আর নতুন করে কর্মী ছাঁটাই হবে না বলে জানিয়েছেন ইলন মাস্ক। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নতুন মালিক জানিয়েছেন ট্যুইটারে নতুন করে কর্মী নিয়োগও হবে। শোনা গিয়েছে, ট্যুইটারের ইঞ্জিনিয়ারিং এবং সেলস বিভাগে নতুন করে নিয়োগ করা হবে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। তারপর থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাই। গত একমাসে ট্যুইটারের ৭৫০০ কর্মীর অন্তত দুই তৃতীয়াংশ কর্মীকে ছাঁটাই করেছেন ইলন মাস্ক। পরিসংখ্যান অনুসারে ইলন মাস্ক ট্যুইটারে যুক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হয়ে গিয়েছিল। গত সপ্তাহে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে ইলন মাস্ক জানিয়েছিলেন, আরও বেশি সময় ধরে এবং মনযোগ দিয়ে কাজ করতে হবে। অন্যথায় সংস্থা ছেড়ে যেতে পারেন কর্মীরা। ইলন মাস্কের এই হুঁশিয়ারি পাওয়ার পর প্রায় ১০০০ কর্মী ইস্তফা দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতেই মিটিং করে নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক। তব এর মধ্যেও ট্যুইটারের সেলস বিভাগ থেকে কর্মী ছাঁটাই করেছেন ইলন মাস্ক।