পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ এক পুত্রসন্তান।
মাত্র ১২ বছরে ১০০ কোটি জনসংখ্যা বেড়েছে।
২০১০ সালে ৭০০ কোটি তম মানুষ জন্মেছিল পৃথিবীতে। গত ৪৮ বছরে মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ।
১৯৭৪ সালে ৪০০ কোটি জনসংখ্যা ছাপিয়ে গিয়েছিল পৃথিবী।
বিভিন্ন সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, আগামী বছরেই জনসংখ্যার ভিত্তিতে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত।
এই মুহূর্তে চিন ও ভারতের জনসংখ্যা যথাক্রমে ১৪২.৬ ও ১৪১.৭ কোটি।
পৃথিবীতে আরও ১০০ কোটি মানুষ বাড়তে লাগতে পারে আরও ১৫ বছর।
মাঝের বছরগুলোতে জন্মহার বেশি ও মৃত্যুহার কিছুটা কম ছিল।
সামনের বছরগুলোতে মৃত্যুহারে তেমন তফাৎ না হলেও জন্মহার কমার সম্ভাবনা।
২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৫০ কোটির কাছাকাছি।
সমস্ত দেখুন
দক্ষিণ ভারতে মোদি
দূষণে ঢাকা রাজধানী
লালুকে জীবনদান করবেন মেয়ে!
মহাশূন্যের জগৎ