পৃথিবীর ৮০০ কোটি তম মানুষ এক পুত্রসন্তান।

মাত্র ১২ বছরে ১০০ কোটি জনসংখ্যা বেড়েছে।

২০১০ সালে ৭০০ কোটি তম মানুষ জন্মেছিল পৃথিবীতে। গত ৪৮ বছরে মানুষের সংখ্যা বেড়েছে ৪ গুণ।

১৯৭৪ সালে ৪০০ কোটি জনসংখ্যা ছাপিয়ে গিয়েছিল পৃথিবী।

বিভিন্ন সমীক্ষা ও পর্যবেক্ষণের ইঙ্গিত, আগামী বছরেই জনসংখ্যার ভিত্তিতে চিনকে ছাপিয়ে যেতে পারে ভারত।

এই মুহূর্তে চিন ও ভারতের জনসংখ্যা যথাক্রমে ১৪২.৬ ও ১৪১.৭ কোটি।

পৃথিবীতে আরও ১০০ কোটি মানুষ বাড়তে লাগতে পারে আরও ১৫ বছর।

মাঝের বছরগুলোতে জন্মহার বেশি ও মৃত্যুহার কিছুটা কম ছিল।

সামনের বছরগুলোতে মৃত্যুহারে তেমন তফাৎ না হলেও জন্মহার কমার সম্ভাবনা।

২০৮৬ সালে বিশ্বের জনসংখ্যা হতে পারে ১০৫০ কোটির কাছাকাছি।