কম্পিউটারে পড়াশোনা করেন? তাহলে অবশ্যই সাহায্য নিন কয়েকটি গুরুত্বপূর্ণ উইন্ডোজ অ্যাপের। OneNote- এটি একটি গুরুত্বপূর্ণ উইন্ডোজ অ্যাপ। মাইক্রোসফট ওয়ান নোট অ্যাপে রয়েছে একাধিক ফিচার। তথ্য সংগ্রহের পাশাপাশি এই অ্যাপের সাহায্যে নোট তৈরি করা যায়। তার মধ্যে যোগ করা যায় বিভিন্ন ছবি এবং আঁকা। গ্রামারলি- পড়ুয়ারা ইংরেজি ভাষায় কিছু লিখলে তা ঠিক আছে কিনা সেটা দেখা যায় এই অ্যাপের সাহায্যে। আপনার লেখায় বানান, বাক্য গঠন, এইসব ঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া যাবে গ্রামারলি অ্যাপের সাহায্যে। Wolfram Alpha- পড়ুয়াদের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ উইন্ডোজ অ্যাপ যা তারা ব্যবহার করতে পারবেন। আদতে এটি একটি সার্চ ইঞ্জিন। কোনও কিছু সার্চ করলে সঠিক তথ্য পাওয়া যাবে বিভিন্ন সূত্র থেকে। এই উইন্ডোজ অ্যাপের সাহায্যে গণিত, পরিসংখ্যান- সহ বিভিন্ন ক্ষেত্রের তথ্য বা ডেটা পাওয়া সম্ভব। Cold Turkey- এই উইন্ডোজ অ্যাপের সাহায্যেও পড়াশোনার কাজে সাহায্য পাবেন পড়ুয়ারা। পড়াশোনার সময় যেসব বিষয় আপনার মনঃসংযোগে ব্যাঘাত ঘটায় সেইসব কিছু ব্লক করা যাবে এই অ্যাপের সাহায্যে।