বার বার সতর্ক করেও লাভ হচ্ছে না। স্পাইওয়্যার বা ভাইরাস হামলার শিকার হচ্ছেন দেশবাসী।
ফলে আপনার অজান্তেই মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে তথ্য় হাতিয়ে নিচ্ছে স্পাইওয়্যারগুলি। জানেন আদতে এই স্পাইওয়্যার কী ?
আপনি কীভাবে এই হামলা থেকে নিজের ডিভাইসগুলিকে রক্ষা করতে পারেন ?
১৯৯৫ সালের দিকে শুরু হয়েছিল স্পাইওয়্যারের যাত্রা। তবে ২০০৬ সালে প্রথম জনসাধারণের নজরে আসে এই স্পাইওয়্যার।
সেই সময় স্পাইওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার ও মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাওয়া যায়। দেখা যায়, এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু প্রযুক্তিগত ত্রুটি ঘটায়।
এই স্পাইওয়্যারটি আপনার ডিভাইসের তথ্য যেমন অনলাইন ব্যাঙ্কিং পাসওয়ার্ড, এটিএম কার্ড নম্বর, গোপনীয় তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ নথিগুলি থার্ড পার্টির কাছে পাঠাতে থাকে।
অননুমোদিত ইমেইল খুলবেন না.
অবিশ্বস্ত উত্স থেকে ফাইল ডাউনলোড করবেন না.