ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। এটি একটি বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন। লাভা ব্লেজ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ৯৯৯৯ টাকা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে ৯৯৯৯ টাকা দাম এই ফোনের ক্ষেত্রে শুরুর দিকে ধার্য হয়েছে। কতদিন পর্যন্ত এই দাম থাকবে তা জানা যায়নি। লাভা ব্লেজ ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনে রয়েছে ৪ জিবি ইনবিল্ট র্যাম যা আরও ৩ জিবি বাড়ানো সম্ভব।