বর্ষায় ভ্রমণ ?

কোথায় যাবেন ? দেশের কয়েকটি সেরা পর্যটনকেন্দ্র একনজরে।

ওয়েইনাড় কেরলের একটি বিখ্যাত হিল স্টেশন। বর্ষায় ছুটি কাটানোর অন্যতম সেরা গন্তব্য।

উদয়পুর

বর্ষায় রাজস্থানের এই শহর তার অপূর্ব শোভায় ধরা দেয়। বৃষ্টির মধ্যেই ঘুরে দেখতে পারেন হ্রদ, রাজপ্রাসাদ।

লাদাখ

যারা রোমাঞ্চ ভালবাসেন, তাঁদের জন্য বর্ষায় লাদাখ সেরা ঠিকানা হয়ে উঠতে পারে। হ্রদ, রং-বেরঙের মঠ মুগ্ধ করে ভ্রমণার্থীদের।

পুদুচেরি ছবির মতো সুন্দর শহর। নজরকাড়া ঔপনিবেশিক স্থাপত্য। এখানকার আবহাওয়াও মনোরম। বৃষ্টির সময় অপূর্ব সুন্দর লাগে এই শহর।

জয়পুর বর্ষায় মনোরম আবহাওয়া থাকে রাজস্থানের এই শহরে। অসাধারণ লাগে এখানকার স্থাপত্য। এই মরসুমে আলাদা সৌন্দর্য নিয়ে ধরা দেয় গোলাপি শহর।

জগ জলপ্রপাত কর্ণাটকের জগ জলপ্রপাত দেখার আদর্শ সময় বর্ষাকাল। জলপ্রপাত ঘিরে থাকা সবুজ চোখ জুড়িয়ে দেয়।

শিলং

খাসি উপত্যকা ও জয়ন্তী পাহাড়ে ঘেরা । রোমাঞ্চপ্রেমীদের জন্য বর্ষার সেরা ঠিকানা মেঘালয়ের শিলং।

কুর্গ কর্ণাটকের কুর্গ কফি গাছের জন্য বিখ্যাত। এখানে বিশাল এলাকা জুড়ে রয়েছে জঙ্গল। বর্ষায় ভ্রমণের আদর্শ ঠিকানা।

দার্জিলিং

'পাহাড়ের রানি'। হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ভ্রমণপ্রেমীদের অন্যতম সেরা ঠিকানা।