কোথায় যাবেন ? দেশের কয়েকটি সেরা পর্যটনকেন্দ্র একনজরে।
বর্ষায় রাজস্থানের এই শহর তার অপূর্ব শোভায় ধরা দেয়। বৃষ্টির মধ্যেই ঘুরে দেখতে পারেন হ্রদ, রাজপ্রাসাদ।
যারা রোমাঞ্চ ভালবাসেন, তাঁদের জন্য বর্ষায় লাদাখ সেরা ঠিকানা হয়ে উঠতে পারে। হ্রদ, রং-বেরঙের মঠ মুগ্ধ করে ভ্রমণার্থীদের।
খাসি উপত্যকা ও জয়ন্তী পাহাড়ে ঘেরা । রোমাঞ্চপ্রেমীদের জন্য বর্ষার সেরা ঠিকানা মেঘালয়ের শিলং।
'পাহাড়ের রানি'। হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং ভ্রমণপ্রেমীদের অন্যতম সেরা ঠিকানা।