গত ২৭ জুন ছিল টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রর জন্মদিন, পরিবার, বন্ধুদের সঙ্গে বিশেষ দিনটা উদযাপন করলেন অভিনেত্রী জন্মদিন উদযাপনের ছবি এবং ভিডিও বেশ কিছুটা পরেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন রুক্মিণী কোথাও তাঁকে সাদা পোশাকে জন্মদিনের কেক কাটতে দেখা যাচ্ছে, কোথাও আবার সেজেছেন গোলাপি ডিজাইনার পোশাকে জন্মদিনের ছবি ও ভিডিও শেয়ার করে রুক্মিণী মৈত্র অনুরাগীদের উদ্দেশে বার্তাও দিয়েছেন লিখেছেন, 'আমার জন্মদিনের মাস অফিশিয়ালি শেষ হওয়ার আগে পরিবার, বন্ধু এবং আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই' 'সকলে যেভাবে আমার জীবনের এই বিশেষ দিনটাকে আরও স্পেশাল করে তুলেছেন, তার জন্য আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি' 'আমার জীবনের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁদের পাওয়া আমার কাছে সৌভাগ্যের' 'শীঘ্রই ফের দেখা হচ্ছে, অনেক ভালোবাসা আর শুভ কামনা।' রুক্মিণী মৈত্রকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকারা রুক্মিণী মৈত্রকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'কিশমিশ' ছবিতে, এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যায় দেবকে