বলিউডের এমন বেশ কিছু অভিনেত্রী আছেন যাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের সঙ্গে কাজ খুব ব্যালান্স করে চলতে পারেন।

এমনকী সন্তানসম্ভবা অবস্থাতেও শ্যুটিং শেষ করেন। কোনওরকম ছুটি না নিয়েই কাজে উপস্থিত হন।

এখানে রইল এমনই কিছু অভিনেত্রীদের তালিকা, যাঁরা প্রেগন্যান্সির মধ্যেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন, কাজ শেষ করেছেন।

অভিনেত্রী জুহি চাওলাও 'আমাদানি অঠ্ঠনি ও খরচা রুপাইয়া' ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়েছিলেন।

মুক্তির অপেক্ষায় 'লাল সিং চাড্ডা'। এই ছবির শ্যুটিংয়ের সময়ে অন্তঃসত্ত্বা ছিলেন করিনা, তাঁর ছোট ছেলে জেহ-র জন্ম হয় তারপর।

এই তালিকায় সাম্প্রতিক সংযোজন। সম্প্রতি তিনি প্রেগন্যান্সির কথা শেয়ার করেছেন। আর তার মাঝেই তিনি হলিউডে ডেবিউ করছেন, চলছে শ্যুটিং।

জয়া বচ্চনও অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন। 'শোলে' ছবির সময় তিনি প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিলেন।

অন্তঃসত্ত্বা অবস্থায় মাধুরী 'দেবদাস' ছবির শ্যুটিং সারেন। তবে সেই অবস্থাতেও ভারী লেহঙ্গা পরে নাচের শ্যুটিং করেন তিনি।

হেমা মালিনী যখন 'সত্তে পে সত্তা' ছবির শ্যুটিং করছিলেন তখন গর্ভবতী ছিলেন। শোনা যায়, শ্যুটিংয়ের সময় তিনি তাঁর বেবি বাম্প একটি শাল দিয়ে ঢেকে রাখতেন।

অভিনেত্রী কাজল যখন তাঁর 'উই আর ফ্যামিলি' ছবির শ্যুটিং করছিলেন, তখন তাঁর দ্বিতীয় সন্তান যুগের জন্ম দিতে চলেছিলেন।