কিন্তু, অনেকেরই ভ্রমণের সময় পেট-ব্যথা সহ নানা সমস্যা হয়। সুস্থ থাকতে কোন খাবার এড়াবেন ?
ফল, শাক-সবজি ও কাঁচা মাংস এড়ান। যদি খানও, দেখে নিন যে সেগুলি ধোয়া হয়েছে কি না।
রান্না বা প্রস্তুতির সময় স্বাস্থ্যকর দিক বজায় রাখা হয় না বলে, স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
ট্যাপের জল পান করবেন না। বিশেষ করে যেখানে স্বাস্থ্যকর বিষয় বজায় নেই।