রাত পোহালেই ৪ মে । খুচরো বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে LIC IPO-র জানালা।

কোম্পানির 'ইনিশিয়াল পাবলিক অফারিং' (IPO) খুচরো বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশনের জন্য 4 থেকে 9 মে পর্যন্ত খোলা থাকবে।

LIC IPO-র প্রাইস ব্যান্ড 902 টাকা থেকে 949 টাকা ধরা হয়েছে। আইপিওর মাধ্যমে 20,557 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের।

এর আগে সরকার আইপিওর মাধ্যমে 60,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিল। যদিও পরে আইপিওর আকার ছোট করা হয়েছে।

এলআইসি তার আইপিওতে বিনিয়োগকারী পলিসি হোল্ডারদের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে।

সেই ক্ষেত্রে পলিসিহোল্ডাররা শেয়ার প্রতি 60 টাকা ছাড় পাবেন।

এ ছাড়াও কোম্পানির খুচরো বিনিয়োগকারী ও কর্মচারীরা শেয়ার প্রতি 40 টাকা ছাড় পাবেন।

দেশের সবথেকে বড় আইপিও নিয়ে চিন্তায় পড়েছে শেয়ার বাজার। রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ারে বাজার কোন দিকে ঝুঁকবে তা ভাবাচ্চে ইনভেস্টারদের।

12 মে বরাদ্দ করা হবে LIC-র শেয়ার। যা 16 মে'র মধ্যে বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে জমা হবে৷

সবশেষে LIC IPO 17 মে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে।