পরিচিতের লোনের গ্যারান্টার হতে গিয়েও পড়তে পারেন বিপাকে। জেনে নিন লোনের গ্যারান্টার হলে কী কী দায়িত্ব বর্তাবে আপনার ওপর।

কিছু গ্রাহকের ক্ষেত্রে ঋণ পাশ করতে অস্বীকার করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেই সময় লোন গ্যারান্টার দেখেই ঋণ দিতে রাজি হয় ব্যাঙ্ক।

এরকম পরিস্থিতিতে, বেশিরভাগ ঋণগ্রহীতারা এমন লোকদের সন্ধান করেন যাদের আয়ের সঙ্গে ক্রেডিট স্কোরও ভাল থাকে।

ঋণগ্রহীতা লোন শোধ না করলে লোনের গ্যারান্টার কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে গেলেও সমস্যায় পড়তে পারেন।

ব্যাঙ্কের এই ধরনের লোনের ক্ষেত্রে বেশিরভাগ লোকই তাদের ঘনিষ্ঠ ব্যক্তি যেমন পরিবারের সদস্য বা বন্ধুদের ঋণের গ্যারান্টার করেন।

লোনের গ্যারান্টার হওয়ার আগে কিছু জিনিসের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় পরে সমস্যায় পড়তে পারেন আপনি।

মনে রাখবেন, লোন গ্যারান্টারের ঋণ পরিশোধের দায়িত্ব ঋণগ্রহীতার সমান। আপনি যদি কারও লোনের গ্যারান্টার হন, তবে সেই ঋণের দায়িত্বও আপনার ওপর বর্তায়।

ওই ব্যক্তি সময়মতো ঋণ পরিশোধ না করলে আপনার CIBIL স্কোরেও খারাপ প্রভাব পড়বে।

আবেদনকারী যদি ঋণ পরিশোধ না করে, তাহলে এমন পরিস্থিতিতে ঋণের গ্যারান্টারকে ব্যাঙ্ক ঋণ পরিশোধ করতে বলতে পারে।

সেই ক্ষেত্রে ব্যাঙ্ক আইনি পথে হাঁটতে পারে। এমনকী লোন গ্রহীতাকে টাকা ফেরত দিতে বাধ্য করতে পারে।