Image Source: Pexels

আপেলের খোসায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীর ডিটক্স করতে সাহায্য করে।

Image Source: Pexels

অতএব আপেল খেলে লিভার ভাল থাকবে। খোসা সমেত খেলে উপকার বেশি।

Image Source: Pexels

অ্যাভোকাডো খেলে আপনার ওজন কমতে পারে এবং লিভারের কর্মক্ষমতা সঠিক থাকবে।

Image Source: Pexels

তবে একটা অনেকদিন ধরে বেশি অ্যাভোকাডো খেলে আবার উল্টে সমস্যা দেখা দিতে পারে।

Image Source: Pexels

যেকোনও ধরনের জামের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভার ভাল রাখতে সাহায্য করে।

Image Source: Pexels

লিভারের ক্ষয়ক্ষতি রোধ করতে এবং এই কার্যক্ষমতা সঠিক ভাবে বজায় রাখার জন্য জাম খুবই উপকারি।

Image Source: Pexels

প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে যেকোনও লেবুতে। এই ভিটামিন লিভারের জন্য উপকারী।

Image Source: Pexels

বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে লেবুর মধ্যে থাকা ভিটামিন সি। ফলে লিভার ভাল থাকে।

Image Source: Pexels

সবুজ হোক বা লালচে কিংবা কালো আঙুর, সবকিছুই আপনার লিভারের পক্ষে ভাল।

Image Source: Pexels

তাই লিভার ভাল রাখতে আপনার রোজের মেনুতে থাকুক ফ্রুট স্যালাড। আর তার মধ্যে অবশ্যই রাখুন আঙুর।