চোখের নীচে ডার্ক সার্কেলের পাশাপাশি আরও একটি সমস্যা দেখা যায়। অনেক সময়েই সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় চোখের নীচের অংশ ফুলে গিয়েছে। চোখের নীচের এই ফোলাভাব একাধিক কারণে হতে পারে। তার মধ্যে কয়েকটি দেখে নিন। মূলত রাতে কম ঘুম হলে চোখের নীচের অংশের ফোলাভাব পরের দিন সকালে স্পষ্টভাবে বোঝা যায়। যদি আপনি অনেকক্ষণ কান্নাকাটি করেন, তাহলেও চোখের নীচের অংশ ফুলে যেতে পারে। অতিরিক্ত মদ্যপানের ফলেও চোখের চারপাশে বিশেষ করে নীচের অংশে ফোলাভাব দেখা যায়। বেশি পরিমাণ নুন খাওয়া হয়ে গেলেও চোখের নীচের অংশ ফুলে যেতে পারে। ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা দূর করতে চোখের চারপাশে ঠান্ডা কিছু লাগাতে পারেন। ঠান্ডা কোনও জেল জাতীয় জিনিস বা তুলো বরফ জলে ভিজিয়ে কিংবা শসার টুকরো খানিকক্ষণ দিয়ে রাখুন চোখের নীচের ফোলা অংশে। অতি অবশ্যই ঘুমের দিকে নজর দিন। অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ত্যাগ করাই ভাল।