বাংলা সিনে দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি দক্ষ পরিচালকও তিনি।

শুধু বাংলা সিনেমাতেই নয় পরমব্রত চট্টোপাধ্যায় ছাপ রেখেছেন বলিউডেও। আজ তাঁর জন্মদিন।

টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেন অভিনেতা।

তাঁর অন্যতম জনপ্রিয় চরিত্র সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদার তোপসে।

সতীনাথ চট্টোপাধ্যায় ও সুনেত্রা ঘটকের সন্তান পরমব্রত। তাঁর মা বাবা দুই জনেই ছিলেন পরিচিত ফিল্ম সমালোচক।

অভিনয়ের সঙ্গে পরিচালনাও করেন পরমব্রত। তাঁর পরিচালিত প্রথম ছবি 'জিও কাকা'।

২০১২ সালে বিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে 'কাহানি' ছবিতে কাজ করেন পরমব্রত।

২০০২ সালে 'হেমন্তের পাখি' ছবিতে অভিনয় করেন যা জাতীয় পুরস্কার পায়।

২০১৭ সালে 'ফেলুদা' ওয়েব সিরিজে নাম চরিত্রেও অভিনয় করেন।

সম্প্রতি জি ফাইভে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ 'মিথ্যা'।