বিয়ের মরসুম চলছে। এই সময়ে সোনার দাম কমলে হাসি ফোটে সাধারণ মানুষের মুখে। এমন সময়েই গতদিনের তুলনায় ফের একটু কমল সোনার দাম।



শখ হোক বা বিনিয়োগ, সোনার তুলনা নেই। শুভ অনুষ্ঠানের সঙ্গেও জড়িয়ে সোনার কেনার চল।



আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি



আজ, ১৩ ডিসেম্বর, ২৪ ক্যারেট (Fine old 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬০৮০ টাকা।



২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৮৭৩ টাকা।



২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৫৩৩ টাকা।



১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৮৪০ টাকা।



রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭০৯৪২ টাকা



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



মাঝে সোনার দাম বেশ খানিকটা চড়ে গেলেও, এবার বেশ কিছুটা কমল সোনার দাম। আরও কি কমবে?