চলছে বিয়ের মরশুম। তাল মিলিয়ে বেড়েই চলেছে সোনার দাম। বাড়ছে রুপোর দামও।



গতকালই দর কমেছিল সোনার (Gold Rate Today)। যা দেখে হাসি ফুটেছিল ক্রেতাদের মুখে। আজ বাজারে দর কত?



এমন বাঙালি খুঁজে পাওয়া ভার, যাঁর দিনের শুরুতে সোনা-রুপোর (Gold silver price) দামের দিকে চোখ যায় না । শখ হোক বা বিনিয়োগ, সোনার তুলনা নেই।



প্রতিদিন সোনা-রুপোর (gold price) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। জানাচ্ছে, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি



আজ ১৪ ডিসেম্বর, ২০২৩- ২৪ ক্যারেট (Fine old 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৬২২৮ টাকা।



২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৬০১৬ টাকা।



২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫৬৬৭ টাকা।



১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৯৫৭ টাকা।



রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৭৩৮৫০ টাকা



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।