১৯৮৬ সালে পয়লা নভেম্বর গোয়ার পানাজিতে জন্ম হয়েছিল অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজের।

শুধু দক্ষিণী সিনেমা নয়, বলিউডেও বিভিন্ন ছবিতে নজর কেড়েছেন ইলিয়েনা ডিক্রুজ।

বলিউডে ইলিয়েনা ডিক্রুজের ডেবিউ হয়েছিল অনুরাগ বসুর বরফি ছবিতে।

অভিনয়ের আগে মডেলিংয়েই কেরিয়ার শুরু করেছিলেন ইলিয়েনা।

ইলিয়েনা ডিক্রুজের অভিনয় জগতের শুরু হয়েছিল তেলুগু ছবিতে।

স্বাস্থ্যের ব্যাপারে দারুণ সচেতন ইলিয়েনা। মাঝে মাঝে ইনস্টাগ্রামে ওয়ার্ক আউটের ছবি শেয়ার করেন তিনি।

তবে 'ফিটনেস ফ্রিক' হওয়ার পাশাপাশি ইলিয়েনা ভীষণভাবে বিরিয়ানি প্রেমী। মায়ের হাতের বিরিয়ানি তাঁর দারুণ পছন্দ।

অভিনয় এবং মডেলিংয়ের পাশাপাশি ফটোগ্রাফির ব্যাপারেও যথেষ্ট শখ রয়েছে ইলিয়েনা ডিক্রুজের।

মলদ্বীপ এবং অস্ট্রেলিয়া ইলিয়েনা ডিক্রুজের অন্যতম পছন্দের ট্র্যাভেল ডেস্টিনেশন।

অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়েনা ডিক্রুজ।