Image Source: Getty

ঘুমের মধ্যে বা খাওয়ার ঠিক পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায়শই শোনা যায়।

Image Source: Getty

শৌচাগারে হার্ট অ্যাটাকের নানা ঘটনার কথাও শোনা যায়। কিন্তু কেন এমন হয়?

Image Source: pixabay

শৌচাগারে মূত্রত্যাগের সময় বা ঠিক তারপরেই হার্ট অ্য়াটাকের ঘটনা অনেকসময় ঘটে থাকে।

Image Source: pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূত্রত্যাগের সময় স্নায়ুতন্ত্রের কাজে কিছু হেরফের হয়, রক্তচাপও কমে যায়।

Image Source: pixabay

রক্তচাপ কমে যাওয়ায় মস্তিষ্কে রক্ত পৌঁছতে না পেরে এমন হতে পারে।

Image Source: pixabay

মূত্রত্যাগের সময় চাপ নিতে বারণ করেন চিকিৎসকরা। বয়স্ক ও অসুস্থদের বসে মূত্রত্যাগ করতে বলেন।

Image Source: pixabay

স্নানের সময়েও সতর্ক থাকতে হবে। সরাসরি মাথায় ঠান্ডা জল না ঢালার পরামর্শ।

Image Source: pixabay

আগে পায়ে, হাতে জল দিয়ে, তারপর মাথায় জল। নয়তো স্ট্রোকের সম্ভাবনা থাকে।

Image Source: pixabay

শৌচাগার তুলনায় ঠান্ডা হয়। শীতের সময় বয়স্কদের হঠাৎ সেখানে যাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে।

Image Source: pixabay

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।