চলতি বছরে তলানিতে যেতে পারে ভারতীয় শেয়ার বাজার। এমনটাই আশঙ্কা করছেন মার্কিন বাজার বিশেষজ্ঞরা।

তবে কি বিশ্ববাজারে জারি থাকবে আর্থিক মন্দা ? কী বলছেন বিশেষজ্ঞরা ?

ভারতীয় বাজারে মেরুদণ্ড নিফটির সূচক নিয়ে নেতিবাচক বার্তা দিল আমেরিকার ব্রোকারেজ সংস্থা।

আমেরিকার ব্রোকারেজ ফার্ম ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ জানিয়েছে চলতি বছরেরে শেষে ১৬,০০০ থাকবে নিফটির সূচক।

আগে এই সূচক সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেছিল সংস্থা। তারা জানিয়েছিল, ২০২২-এর শেষে ১৭,০০০ পয়েন্টে থাকতে পারে নিফটি।

তবে এবার অন্য কথা বলছে সংস্থা। তাদের র মতে, রেপো রেট বৃদ্ধি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণেই ভারতের বাজার আরও পড়তে পারে।

ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিজ মঙ্গলবার প্রকাশিত তার রিপোর্টে বলেছে, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের বাজার ফ্ল্যাট 'রিটার্ন' পাবে।

তাই ডিসেম্বরে NSE নিফটির ১৭,০০০ মার্কের আগের অনুমান কমিয়ে এখন ১৬,০০০ করেছে ব্রোকারেজ সংস্থা।

সংস্থার ধারণা খুব খারাপ পরিস্থিতি হলে, ডিসেম্বর পর্যন্ত নিফটিতে ১৫ শতাংশ পর্যন্ত বড় পতন হতে পারে। সেই ক্ষেত্রে সূচক ১৩,৭০০ পয়েন্টে চলে যেতে পারে।

স্বাভাবিকভাবেই ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে এই অনুমান সামনে আসায় চিন্তা বেড়েছে বিনিয়োগকারীদের।