এই তিন অ্যাপ চিন্তা বাড়িয়েছে সবার। বেগতিক দেখে এবার প্লেস্টোর থেকে ক্ষতিকারক অ্যাপগুলি সরিয়ে দিল গুগল।

পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাপগুলিকে। আপনার মোবাইলে এই তিন অ্যাপ নেই তো ?

গুগলের তরফে বলা হয়েছে, এই তিন অ্যাপের মাধ্যমে সহজেই ফোনে ঢুকে যেতে পারে জোকারের মতো ক্ষতিকারক ভাইরাস।

ওয়ার্ল্ড টেক জায়ান্টের মতে, আপনাকে না জানিয়েই দামি পরিষেবার সাবক্রিপশন করিয়ে দেবে জোকার।

এইভাবে আপনার টাকা চুরি করলেও প্রথমে বুঝতে পারবেন না আপনি।

সম্প্রতি অ্যান্টি ভাইরাস অ্যাপ ক্যাসপারস্কির নজরে পড়ে এই তিন অ্যাপ।

প্রথমে ক্ষতিকারক কিছু মনে না হলেও প্লেস্টোরের লাইভে যেতেই সক্রিয় হয়ে ওঠে এই ক্ষতিকারক ম্যালওয়্যার।

Style Message, Blood Pressure App, Camera PDF Scanner -এই তিন অ্যাপকেই প্লেস্টোর থেকে নিষিদ্ধ করেছে গুগল।

আপনি যদি এই অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে অবলিম্ব তা মোবাইল থেকে ডিলিট করুন। অন্যথায় আপনার অজান্তেই টাকা চলে যাবে অন্য কোম্পানিগুলির কাছে।