শরীরে ছাঁকনির কাজ করে কিডনি

কিডনির সমস্যা সম্পর্কে সতর্ক থাকা দরকার

অবহেলা নয় বিশেষ কিছু উপসর্গকে

কিডনিতে কোনও সমস্যা হলে

প্রাথমিকভাবে পা ও গোড়ালিতে কাছে ফোলাভাব দেখা যেতে পারে

দেখা দিতে পারে এডিমার সমস্যা

দুর্বলতা স্বাভাবিক লক্ষ্মণ

সমস্যার শুরুতে খুবই ক্লান্তি অনুভূত হয়

খিদে কমে যায়

বমি বমি ভাব হতে পারে

পর্যাপ্ত জল খেতে হবে

গরম জল খাওয়াও উপকারী

নুন খুব কম খাওয়া দরকার

প্যাকেটজাত ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো

কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা দরকার

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াও

ভাজাভুজি ও মিষ্টি এড়িয়ে চলুন

প্রচুর ফল ও সব্জি খান