Image Source: Pexels

মুখে ব্রন হলে তা ঠিক হওয়ার পরেও দাগ থেকে যায়।

Image Source: Pexels

ব্রন'র দাগ মুখে থাকলে তা দেখতে সত্যিই বেশ বাজে লাগে।

Image Source: Pexels

তবে এই সমস্ত দাগছোপ দূর করার জন্য কয়েকটি ঘরোয়া পদ্ধতি রয়েছে।

Image Source: Pexels

এই সহজ নিয়মগুলো মেনে চললে খুব সহজেই মুখে থাকা ব্রন'র দাগ ফিকে হয়ে যাবে।

Image Source: Pexels

ব্রন'র দাগ মিলিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন টি-ট্রি অয়েল। অন্য তেল বা জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন।

Image Source: Pexels

আলোভেরা জেলের সাহায্যেও ব্রন'র দাগ হাল্কা করা সম্ভব। বাড়িতে অ্যলোভেরা গাছ থাকলে খুবই ভাল।

Image Source: Pexels

মূলতানি মাটির ফেসপ্যাক লাগালেও ব্রন'র দাগ ধীরে ধীরে ফিকে হয় মিলিয়ে যায়।

Image Source: Pexels

ডাবের জল তুলোয় ভিজিয়ে আলতো হাতে ব্রন'র দাগের জায়গায় বেশ কয়েকদিন লাগালে সেই দাগ হাল্কা হতে বাধ্য।

Image Source: Pexels

নারকেলের তেলের সাহায্যেও মুখে থাকা ব্রন'র দাগ হাল্কা করে দেওয়া সম্ভব।

Image Source: Pexels

হলুদ- হলুদ গুঁড়ো বা হলুদ বাটা ব্রন'র জায়গায় লাগিয়ে দিলে দাগছোপ সহজে হাল্কা হয়ে যায়।