Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলে থাকেন সুস্থ থাকতে এবং রোগ থেকে বাঁচতে ওজন নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Image Source: Pexels, Pixabay

ডায়েট তো রয়েইছে, তার সঙ্গে রয়েছে টোটকা।

Image Source: Pexels, Pixabay

ফ্ল্যাক্সসিড বা তিসির বীজ ওজন কমাতে কার্যকরী

Image Source: Pexels, Pixabay

ভরপুর পোষকপদার্থ রয়েছে তিসি বীজে।

Image Source: Pexels, Pixabay

রক্তচাপ কমানো বা কিডনির স্বাস্থ্য ভাল রাখতেও সাহায্য করে।

Image Source: Pexels, Pixabay

তিসি বীজে প্রচুর ফাইবার রয়েছে। যার ফলে ওজন কমে।

Image Source: Pexels, Pixabay

তিসি বীজ খেলে গুঁড়ো করে নিতে হবে।

Image Source: Pexels, Pixabay

জলে সেই গুঁড়ো মিশিয়ে লেবুর রস দিয়ে খাওয়া যায়।

Image Source: Pexels, Pixabay

স্মুদি, দই-ওটসে তিসি বীজের গুঁড়ো মেশানো যায়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েট ফলো করার জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।