দূষণ মোকাবিলায় অনেকেই আজকাল 'এয়ার পিউরিফায়ার'-এ আস্থা রাখেন। দূষণ নিয়ন্ত্রণে ঠিক কতটা কার্যকরী এয়ার পিউরিফায়ার? কী ভাবেই বা কাজ করে এটি? দীপাবলি আসতে এখনও সপ্তাহখানেক বাকি। কিন্তু তার আগেই দূষণ-দৈত্যের কবলে দেশের রাজধানী। দিল্লির একাধিক জায়গায় 'এয়ার কোয়ালিটি ইনডেক্স' ৭০০ পেরিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানী শহরের একাধিক জায়গা ধোঁয়াশায় ঢাকা। এসব ক্ষেত্রে অন্তত ঘরের ভিতরের আবহাওয়া মনোরম রাখতে কাজে দেয় এয়ার পিউরিফায়ার। সাধারণত এই পিউরিফায়ারগুলি ঘরের অন্দরের দূষিত বায়ু শুষে নেয় । তার পর সেই বাতাস এক বা একাধিক ফিল্টারের মাধ্যমে শোধন করে ঘরে পরিশোধিত বায়ু ফিরিয়ে দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফিল্টার নির্বাচনের সময় কয়েকটি নির্দিষ্ট বিষয় মাথায় রাখলে অত্য়ন্ত কার্যকরী হতে পারে এটি।