বাড়ি মানে শুধু ইট-কাঠ-কংক্রিটের নির্মাণ নয়, দিনের শেষে ফেরার আশ্রয়। তাই বাড়ি সুন্দর হওয়ার পাশাপাশি সেখানে সুখ ও শান্তি থাকাও জরুরি। এক্ষেত্রে কার্যকরী হতে পারে এই বাস্তু টিপস। বাড়ির প্রবেশদ্বারের উপর তার 'এনার্জি-ফ্লো' নির্ভর করে। তাই প্রবেশদ্বরের সামনের অংশ জঞ্জালমুক্ত রাখা দরকার। 'সফট' এবং 'মেলোডিয়াস' গান শুনলেও ঘরের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হতে পারে। বাড়িতে কী ধরনের আসবাব রয়েছে, সেটিও খেয়াল রাখা দরকার। লিভিং রুম থেকে বাথরুম, কোনটি কোন দিকে রয়েছে, সেটিও বাড়ির মেজাজ নির্ধারণ করতে পারে। বহু ক্ষেত্রে দিক অনুযায়ী থাকার জায়গা নির্ধারণের পরামর্শ দেন বাস্তু-বিশেষজ্ঞরা। বাড়ির দেওয়াল বা সিলিংয়ে সাধারণত হালকা রং ব্যবহারের পরামর্শ দেন বাস্তু-বিশেষজ্ঞরা। বাড়ির প্রবেশদ্বারের মতো ভিতরেও নিয়মিত জঞ্জাল পরিষ্কার করা দরকার। ল্যাভেন্ডার. চন্দনকাঠের সুগন্ধিও বাড়িতে শান্তির আবহ তৈরি করতে পারে। তাই এগুলিও ব্যবহার করে দেখতে পারেন।