Image Source: PIXABAY

চুল ঘন করতে নানা রকম চেষ্টা করেও সেভাবে লাভ হচ্ছে না? বরং দামী দামী প্রোডাক্টে স্রেফ অর্থদণ্ড?

হেয়ার এক্সপার্টদের অনেকে মনে করেন, চুলের ভলিউম বা ঘনত্ব বাড়াতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে চলা দরকার।

যেমন 'হট টাওয়েল থেরাপি। সহজ ভাষায়, গরম জলে তোয়ালে ভিজিয়ে তা মাথায় জড়িয়ে রাখা।

তবে তোয়ালে জড়ানোর আগে মাথায় তেল দিয়ে ম্যাসাজ করতে হবে।

কী ধরনের শ্যাম্পু ব্যবহার করছেন সে দিকে খেয়াল রাখতে হবে।

সাধারণত এসব ক্ষেত্রে হেয়ার ভলিউমাইজিং শ্যাম্পু ব্যবহারেই জোর দেওয়া হয়ে থাকে।

নিচ থেকে উপর, এই ভাবে ব্লো ড্রাই করলে চুলটা অনেক বেশি ঘন দেখায়।

চুলের ঘনত্ব বাড়াতে ড্রাই শ্যাম্পুর উপরও জোর দেন বিশেষজ্ঞরা।

এসেনশিয়াল অয়েল দিয়ে চুলের স্ক্যাল্প ম্যাসাজ করাও একই রকম জরুরি।

তবে সকলের ক্ষেত্রে সব টোটকা কার্যকরী নাও হতে পারে। তাই সতর্ক থাকা দরকার।