অ্যালোভেরার রস খেলে একাধিক উপকারিতা রয়েছে।



ত্বক ময়শ্চারাইজ করতে সাহায্য করে অ্যালোভেরা ।



শরবতের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে খেলে উপকার অনেক।



হজমের সমস্যা থাকলে সহজেই দূর হবে অ্যালোভেরার রস খেলে।



ব্রণ, ফুসকুড়ি, ব়্যাশের সমস্যা ঠেকায় অ্যালোভেরা জেল।



অ্যালোভেরা জেল আর অর্ধেক লেবুর রস রস সানবার্ন দূর করতে অব্যর্থ



গোলাপ জল, ভিটামিন ই, অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করে নিন ফেস সেরাম, খুবই উপকারী।




শুধু মুখের জন্য নয়, পুরো শরীরে ব্যবহার করা যায় অ্যালোভেরা।


নাইট ক্রিম হিসেবেও অ্যালোভেরার দারুণ উপকার।



এসেনশিয়াল অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক।