খাওয়ার পাশাপাশি রূপচর্চাতেও পাকা পেঁপের জুড়িমেলা ভার।

পাকা পেঁপে ব্যবহারে ত্বক মসৃণ হয়।

ত্বকের বিভিন্ন কালচে দাগছোপ দূর করতে বা হাল্কা করতে সাহায্য করে এই ফল।

পাশাপাশি ত্বকের বলিরেখা কমাতেও সাহায্য করে পাকা পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট।

মুলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে স্ক্রাব তৈরি করা যেতে পারে।

এই স্ক্রাব নিয়মিত ম্যাসাজ করলে ত্বকের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

এই স্ক্রাবে অল্প দিনেই দূর হবে ট্যান।

পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু,পাতিলেবুর রস,অল্প অলিভ অয়েল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করুন।

এই প্য়াক মুখে এবং গলায় ম্যাসাজ করলে অল্প দিনেই দাগছোপ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ।