Image Source: পিক্সাবে

অতিরিক্ত বরফ চেঁছে ফেলতে ভুলেও স্টিলের চামচ ব্যবহার করবেন না। প্লাস্টিকের বা কাঠের চামচ ব্যবহার করুন।

Image Source: পিক্সাবে

একেবারে দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না ফ্রিজ। একটু দূরত্ব রাখুন যাতে কয়েল সহজে ঠান্ডা হতে পারে।

Image Source: পিক্সাবে

ফ্রিজ থেকে জিনিস বের করা হয়ে গেলে দরজা যেন ভালভাবে আটকানো হয়।

Image Source: পিক্সাবে

খাবার গরম থাকতে ফ্রিজে রাখবেন না। আগে ভালভাবে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রাখুন।

Image Source: পিক্সাবে

ফ্রিজ ওভেন, ওয়াটার হিটার বা ইন্ডাকশানের পাশে রাখবেন না। কারণ বেশি গরমের মধ্যে থাকলে ফ্রিজে বরফ জমে বেশি।

Image Source: পিক্সাবে

জল দিয়ে ফ্রিজের ভিতরটা মাঝে মাঝেই পরিষ্কার করার চেষ্টা করুন।

Image Source: পিক্সাবে

ফ্রিজের ভিতরের তাপমাত্রা যেন শূন্য ডিগ্রির নিচে না নামে সেটা দেখতে হবে।

Image Source: পিক্সাবে

ফ্রিজারে অতিরিক্ত বরফ জমলে ডিফ্রস্ট বাটনে চাপ দিয়ে বরফ পরিষ্কার করা যায়।

Image Source: পিক্সাবে

ইভাপোরেটর কয়েল নষ্ট হয়ে গেলেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই খেয়াল রাখুন।

Image Source: পিক্সাবে

সবশেষে দীর্ঘদিন একই তাপমাত্রায় ফ্রিজ চালিয়ে রেখে দেবেন না। মাঝে মধ্যে ফ্রিজ না খোলা হলেও বরফ জমতে পারে।