Image Source: PIXABAY

বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গদের রমরমা, বংশবিস্তার। কী ভাবে বাঁচবেন? রইল সহজ টিপস।

ফুলহাতা পোশাক মশার কামড় থেকে বাঁচার অন্যতম সহজ কৌশল।

মশারি ব্যবহার বাধ্যতামূলক। বিশেষত রাতে ঘুমোনোর সময় বিছানার চার দিকে মশারি টাঙাবেন।

বর্ষা মানেই মশা-মাছি-পতঙ্গবাহিত রোগের রমরমা। ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া যার অন্যতম।

কলকাতা ও রাজ্যের বেশ কিছু জেলায় সন্দেহভাজন ডেঙ্গি আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে।

এক্ষেত্রে রোগের উপসর্গ দেখা দিলে কী কী করণীয়, মোটামুটি জানা।

কিন্তু রোগটা হওয়ার আগেই তা প্রতিরোধে একেবারে গোড়ার যে কাজ, তাতে আমরা কতটা মনোযোগ দিই?

মশার কামড় আটকাতে বাড়ির দরজা ও জানলা অতি অবশ্যই ভাল করে বন্ধ রাখবেন। এতেও অনেক উপকার।

পুকুর বা ঘন জঙ্গল রয়েছে এমন এলাকায় অন্তত এই সময়ে না যাওয়াই ভাল। কারণ মশাদের বংশবৃদ্ধির অন্যতম জায়গা এগুলিই।

খোলা রেস্তোরাঁ বা উন্মুক্ত জায়গায় কম যাওয়াই ভাল। মনে রাখবেন, রোগ এড়াতে প্রথম 'ডিফেন্স' মশার কামড় আটকানো।