শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, টক্সিন শরীর থেকে ছেঁকে বের করে লিভার ।
লিভারের কোষের ভাঁজে ভাঁজে অতিরিক্ত ফ্যাট জমলেই ফ্যাটি লিভার সিনড্রোম ।
অতিরিক্ত মদ্যপানের কারণে হয় অ্যালকোহলিক ফ্যাটি লিভার ।
তবে বাকিদের সমস্যা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ।
কাদের ঝুঁকি বেশি?
. আপনি কি স্থূলকায়?
. রোজ হজমের সমস্যা?
কাদের ঝুঁকি বেশি?
. পেটের উপরের দিকে ব্যথা?
. ডায়াবেটিক?
কাদের ঝুঁকি বেশি?
. সারাদিন বসে কাজ?
. বাইরের খাবার বেশি খান?
কীভাবে ধরা পড়বে? পুরো অ্যাবডোমিনের USG জরুরি ।
কীভাবে সারবে? সঠিক ডায়েট । জীবনশৈলিতে পরিবর্তন
ফ্যাটি লিভারের সমস্যা দূরে রাখতে এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজাভুজি খাওয়া।